বক্তব্য রাখছেন কমরেড হায়দার আকবর খান রনো/ছবি: বাংলানিউজ
ঢাকা: শৈশব হোক আনন্দময়, শিক্ষা হোক সবার- এটা শিক্ষার্থীদের স্কুলে আসার উৎসাহ দেওয়ার মতো স্লোগান। ধনী-গরিবের বৈষম্য দূর করে কোমলমতি শিশুদের স্কুলে আসা নিশ্চিত করার জন্য এ স্লোগান। ১৯৬২ সালে শিক্ষা আন্দোলনের মাধ্যমে বর্তমান ছাত্রসমাজে বিস্তার করছে এ স্লোগান।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর তেজগাঁও আর্দশ স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন আয়োজিত স্কুল উৎসব-২০১৭’র উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য ও প্রবীণ রাজনীতিবিদ কমরেড হায়দার আকবর খান রনো একথা বলেন।
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি লাকী আক্তার বলেন, রাজধানীর অধিকাংশ স্কুলে ছেল-মেয়েদের খেলার কোনো মাঠ নেই।
সব চলে গেছে দখলদারদের হাতে। কয়েকটা থাকলেও তাতে নেই খেলার পরিবেশ। তাই শিক্ষার্থীরা সংস্কৃতির বাইরে চলে যাচ্ছে। বাড়ছে কিশোর অপরাধ।
এখন পর্যন্ত রাজধানীর ৭৫টি স্কুলে এ উৎসব করেছে ছাত্র ইউনিয়ন।
বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৭
ওএফ/এএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।