ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কামারখন্দে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৭
কামারখন্দে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট এলাকায় ট্রাকচাপায় দেলোয়ার হোসেন (৩৪) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্ত্রী আশা খাতুন (২৮) আহত হয়েছেন।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। পরে বিকেল সাড়ে ৫টার দিকে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।

নিহত দেলোয়ার রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের রামেশ্বরগাতী গ্রামের সুজাবত আলীর ছেলে।

শিয়ালকোল ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আব্দুল মান্নান শেখ বাংলানিউজকে জানান, বিকেলে দেলোয়ার তার স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে সিরাজগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে ভদ্রঘাট এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তারা দু’জন আহত হন। গুরুতর আহতাবস্থায় দেলোয়ারকে উদ্ধার করে ঢাকা নেওয়ার পথে বিকেল সাড়ে ৫টার দিকে গাজীপুরের কালিয়াকৈর মাছরাঙা ফিলিং স্টেশন এলাকায় তার মৃত্যু হয়।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল উদ্দিন সরদার বলেন, দুর্ঘটনার বিষয়টি আমাদের কেউ জানায়নি।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৭
আরবি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।