এমবিএন বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
আশুলিয়া, সাভার: আশুলিয়ার গার্মেন্ট শ্রমিক সংগঠনের এমবিএন প্রি-ক্যাডেট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এসময় স্কুলের প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বিভিন্ন অংকের অর্থ দেওয়া হয়।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) আশুলিয়ার বেরন এলাকার বিদ্যালয়ে মাঠে আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়ারপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ আহমদ মাস্টার।
এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক ফরিদ আহমেদ চিশতী, আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি মোজাফ্ফর হোসেন জয় প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৭
এনটি/এএ
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।