সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার খালকুলা এলাকায় ট্রাকচাপায় মাহফুজুর রহমান (৩৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। মাহফুজুর উপজেলার নওগাঁ ইউনিয়নের খালকুলা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বাংলানিউজকে জানান, বিকেলে খালকুলা এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন মাহফুজুর। এসময় উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।
এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৭
আরবি/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।