ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় কাভার্ড ভ্যান চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৭
কুষ্টিয়ায় কাভার্ড ভ্যান চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

কুষ্টিয়া: কুষ্টিয়ার গজনবীপুর এলাকার লালন তেল পাম্পের সামনে কাভার্ড ভ্যানের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে সানোয়ার (৪৫) নামে একজনের পরিচয় পাওয়া গেছে।

তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের মালী পদে কর্মরত ছিলো।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রশীদ বাংলানিউজকে জানান, বিকেলে সানোয়ারসহ অন্যজন মোটরসাইকেলযোগে কুষ্টিয়া যাচ্ছিলেন। পথে মোটরসাইকেলটি গজনবীপুর লালন তেল পাম্পের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদেন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এসআই আরও জানান, সানোয়ারের পকেটে থাকা পরিচয়পত্র দেখে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তবে অন্যজনের পরিচয় এখনও পাওয়া যায়নি।

দুর্ঘটনার পর চালক ট্রাকটি ইবি থানার করিমপুর বাজারে ফেলে রেখে পালিয়ে যান বলেও জানান এসআই।

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৭
এজি/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।