শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বায়েক ইউনিয়নের কোল্লাপাথর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত মালু মিয়া বায়েক ইউনিয়নের সস্তাপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে।
স্থানীয়রা বাংলানিউজকে জানায়, কোল্লাপাথর গ্রামের মফিজ মিয়া মাটি কাটার জন্য শ্রমিক নিয়োজিত করেন। মাটি কাটার সময় পাহাড় ধসে মালু মিয়াসহ আরেক শ্রমিক গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মালু মিয়ার মৃত্যু হয়।
এছাড়া আহত অপর শ্রমিক হোসাইন (২৪) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তিনি একই গ্রামের রঙ্গু মিয়ার ছেলে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন বাংলানিউজকে জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে।
বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৭
এজি/টিআই