ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে সুরঞ্জিত সেনগুপ্তের স্মরণে শোকসভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৭
কিশোরগঞ্জে সুরঞ্জিত সেনগুপ্তের স্মরণে শোকসভা কিশোরগঞ্জে সুরঞ্জিত সেনগুপ্তের স্মরণে শোকসভা

কিশোরগঞ্জ: বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের স্মরণে শোকসভা ও বিশেষ প্রার্থনা করেছে কিশোরগঞ্জ পূজা উদযাপন পরিষদ জেলা শাখা।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কিশোরগঞ্জ জেলা শহরের আখড়া বাজারের শ্রী শ্রী শ্যাম সুন্দর জিউর আখড়ায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কিশোরগঞ্জ জেলা শাখার পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট বিজয় শংকর রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন- কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজাল, যুগ্ন সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু।

এছাড়াও উপস্থিত ছিলেন- জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা পরিতোষ চক্রবর্তী, কিশোরগঞ্জ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ রবীন্দ্র নাথ চৌধুরী, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দেবাশীষ ভৌমিক, বাংলাদেশ হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি লিপন রায় লিপু, স্বপন রায়, অজিত কুমার বসাক, রতন কুমার বসাক, মাখন দেবনাথ, প্রণব সাহা।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৭
এনটি/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।