নিহতরা হলেন- সদর উপজেলার মৌগাতী ইউনিয়নের জমির উদ্দিনের ছেলে কাশেম মিয়া (২৮) ও মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের বাগবাড়ি গ্রামের আনছু মিয়ার স্ত্রী শিউলী আক্তার (৩০)।
পুলিশ জানায়, সন্ধ্যায় শহরের সাতপাই এলাকায় ট্রাকচাপায় বাইসাইকেল আরোহী কাশেম মিয়া নিহত হন।
নেত্রকোনা থানার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খাঁন মোহাম্মদ আবু নাসের বাংলানিউজকে জানান, নিহত দু’জনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৭
এনটি/এএ