ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রায়পুরে শিশু ধর্ষণের দায়ে যুবক গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৭
রায়পুরে শিশু ধর্ষণের দায়ে যুবক গ্রেফতার

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের দায়ে সাকিল (১৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (ফেব্রুয়ারি) দুপুরে শিশুটির মা বাদী হয়ে সাকিলের বিরুদ্ধে রায়পুর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

এর আগে, বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) রাতে উপজেলার চরবংশী  ইউনিয়নের হাজীমারা এলাকা থেকে সাকিলকে গ্রেফতার করা হয়।

সাকিল ওই এলাকার মনছুর দরবেশের ছেলে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার বিকেলে হাজীমারা এলাকার দরবেশ বাড়ির সামনে শিশুটি খেলতে যায়। এসময় সাকিল শিশুটিকে চকলেট দেওয়ার লোভ দেখিয়ে তার ঘরে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন।

পরে শিশুটির চিৎকারে এলাকার লোকজন এসে তাকে উদ্ধার করে। এসময় সাকিল পালিয়ে যান। পরে পরিবারসহ স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে পুলিশ অভিযান চালিয়ে সাকিলকে গ্রেফতার করে।  

এদিকে, শুক্রবার সকালে শিশুটিকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়। পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৭
এজি/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।