হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর
ঢাকা: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্বল্পমেয়াদী ভিসা নিয়ে কেনিয়ায় যাওয়ার পথে ৭৩ জন যাত্রীকে আটক করেছে বিমানবন্দর আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় বিমানবন্দর ইমিগ্রেশন কাউন্টার পার হওয়ার পর তাদের আটক করা হয়।
বিষয়টি বাংলানিউজকে জানান বিমানবন্দর এপিবিএনের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এসপি) তারিক আহমেদ।
তিনি জানান, স্বল্পমেয়াদী ভিসা দেখে আমাদের সন্দেহ হলে তাদের আটক করা হয়।
বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৭
এসজেএ/এএটি/এএ
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।