শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বেলুন উড়িয়ে এবং বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
এরপর বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মো. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য মো. ছানোয়ার হোসেন। অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. মোহাম্মদ মতিউর রহমান, লাইফ সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মো. সিরাজুল ইসলাম, টেক্সটাইল বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী ও পূর্ণমিলনী-২০১৭ উদযাপন অনুষ্ঠানের আহ্বায়ক সুব্রত চন্দ্র দাস।
বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৭
এনটি/এসএনএস