শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার মিলনায়তনে সামাজিক সংগঠন ‘উত্তরণ’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
পর্যটনমন্ত্রী বলেন, অন্ধকার থেকে উত্তরণে প্রকৃত শিক্ষার আলোয় এবং সংস্কৃতির চেতনায় মুক্তবুদ্ধি ও মুক্ত চিন্তার বিকাশ ঘটাতে হবে।
রাশেদ খান মেনন বলেন, একটি প্রগতিশীল সমাজ ও দেশ বিনির্মাণের তাড়নায় দুই অপশক্তিকে পরাজিত করার শপথ নিতে হবে আজকের তরুণদের।
সংগঠনের সভাপতি মনোজ বাড়ৈর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্যে রাখেন ড. সমীর কুমার শীল, রফিকুল ইসলাম সুজন, মাহমুদ টোকন প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৭
আরআইএস/টিআই