ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

তারুণ্য মাদক ও জঙ্গিবাদের আগ্রাসী থাবায় নিমজ্জিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৭
তারুণ্য মাদক ও জঙ্গিবাদের আগ্রাসী থাবায় নিমজ্জিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন/ ছবি: বাংলানিউজ

ঢাকা: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, তারুণ্য এখন মাদক এবং জঙ্গিবাদের আগ্রাসী ও বিনাশী থাবায় নিমজ্জিত। এ অপশক্তিকে পরাজিত করতে না পারলে তারুণ্যের ভবিষ্যত অন্ধকার।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার মিলনায়তনে সামাজিক সংগঠন ‘উত্তরণ’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

পর্যটনমন্ত্রী বলেন, অন্ধকার থেকে উত্তরণে প্রকৃত শিক্ষার আলোয় এবং সংস্কৃতির চেতনায় মুক্তবুদ্ধি ও মুক্ত চিন্তার বিকাশ ঘটাতে হবে।

কেননা মাদক এবং জঙ্গিবাদ মানুষের সুস্থ বিবেক ও চিন্তার সূত্রকে ছিন্ন করে দেয়, মনুষ্যত্ব ও মানবিকতাকে ধ্বংস করে, সমাজের বিকাশকে রুদ্ধ করে।

রাশেদ খান মেনন বলেন, একটি প্রগতিশীল সমাজ ও দেশ বিনির্মাণের তাড়নায় দুই অপশক্তিকে পরাজিত করার শপথ নিতে হবে আজকের তরুণদের।

সংগঠনের সভাপতি মনোজ বাড়ৈর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্যে রাখেন ড. সমীর কুমার শীল, রফিকুল ইসলাম সুজন, মাহমুদ টোকন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৭
আরআইএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।