ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বিবস্ত্র করে ভিডিও ধারণ করায় স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৭
বিবস্ত্র করে ভিডিও ধারণ করায় স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়ায় স্কুলছাত্রীকে বিবস্ত্র করে ভিডিও চিত্র ধারণ করেছে বখাটেরা। ভিডিওটি স্যোশাল মিডিয়ায় ছেড়ে দেওয়ার হুমকি দেওয়ায় অপমান সইতে না পেরে ওই স্কুলছাত্রী বিষপানে আত্মহত্যার চেষ্টা করে।

এ ঘটনায় শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে কোটালীপাড়া থানায় ওই ছাত্রীর বাবা নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেছেন।

এর আগে, রোববার (০৫ ফেব্রুয়ারি) রাতে সে ঘরের বারান্দায় বসে পড়াশোনা করছিল।

ঘরে ঘুমাচ্ছিলেন তার মা-বাবা। এসময় পিঞ্জুরী গ্রামের সম্রাট মণ্ডল এবং তার সহযোগী সজল বিশ্বাস ও মিঠু বসু তাকে তুলে নিয়ে গিয়ে বিবস্ত্র করে ভিডিও ধারণ করে। এ অপমান সইতে না পেরে রাতে‍ই ওই স্কুলছাত্রী বিষপানে আত্মহত্যার চেষ্টা করে।

এ ঘটনার পর থেকে ওই ছাত্রী এসএসসি পরীক্ষা অংশ নিতে পারছে না।

এদিকে, ভিডিওর ঘটনা ফাঁস করলে স্কুলছাত্রীর পরিবারের সদস্যদের হত্যা করা হবে বলেও হুমকি দেয় বখাটেরা। তাই এতোদিন বিষয়টি গোপন রেখেছিল ওই স্কুলছাত্রীর পরিবার।
 
স্কুলছাত্রী জানায়, পিঞ্জুরী গ্রামের শ্রীধাম মণ্ডলের ছেলে সম্রাট মণ্ডল দীর্ঘদিন ধরে তাকে প্রেমের প্রস্তাব দিয়ে ব্যর্থ হন। এতে সম্রাট ক্ষিপ্ত হয়ে এ ঘটনা ঘটান।

বিষপানের পর প্রথমে তাকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সেখান থেকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার অবস্থার উন্নতি হলে ফের তাকে ভর্তি করা হয় কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। বর্তমানে সে এখানে চিকিৎসাধীন রয়েছে।

পিঞ্জুরী গ্রামের হাবিবুর রহমান শেখ বাংলানিউজকে জানান, সম্রাট, মিঠু ও সজল সমবয়সী। তারা মাদক সেবন করেন ও এলাকায় ভবঘুরে বখাটে হিসেবে পরিচিত। এর আগেও তারা একাধিক নারীকে উত্ত্যক্ত ও যৌন হয়রানি করেছেন।

ওই ছাত্রীর স্কুলশিক্ষক বাবা বাংলানিউজকে বলেন, এ ঘটনা ফাঁস করলে বখাটেরা আমাদের হত্যার হুমকি দেয়। তাই তাদের ভয়ে এতোদিন আমি থানায় অভিযোগ দায়ের করতে পারিনি। ঘটনার পর আমার মেয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এসএসসি পরীক্ষা দিতে পারছে না। আমি এ ঘটনার বিচার চাই।
 
কোটালীপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, ওই ছাত্রীর বাবা বাদী হয়ে শুক্রবার বিকেলে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছেন। দোষী ওই বখাটেদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৭
এসআরএস/এজি/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।