ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

জয়পুরহাটে নাশকতার মামলায় এক ব্যক্তি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৭
জয়পুরহাটে নাশকতার মামলায় এক ব্যক্তি গ্রেফতার

জয়পুরহাট: জয়পুরহাটে নাশকতার মামলায় রেজাউল করিম মন্টু (৬৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।   

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাত ৯টায় জয়পুরহাট শহরের পশ্চিম জানিয়ার বাগান মহল্লার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মন্টু ওই মহল্লার মৃত মজির উদ্দীনের ছেলে।

                                 

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, একটি নাশকতার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১১ ফেব্রুয়ারি) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।    

বাংলাদেশ সময়: ০২০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।