ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বান্দরবান বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে সমঝোতা স্মারক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৭
বান্দরবান বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে সমঝোতা স্মারক বান্দরবান বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

বান্দরবান: ‘বান্দরবান বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার লক্ষ্যে বান্দরবানে অবহিতকরণ ও সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহরের ভেনাস রিসোর্টে এক সম্মিলনী সভা অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মিলনী সভায় অন্যান্যের উপস্থিত ছিলেন পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, পার্বত্য প্রতিমন্ত্রীর একান্ত সচিব মহসিন চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. ফরিদ উদ্দীন আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হারুন অর রশীদ, বান্দরবান সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ, জেলা পরিষদ সদস্য কাঞ্চনজয় তঞ্চংগ্যা, লক্ষ্মীপদ দাস, মোজাম্মেল হক বাহাদুর, তিংতিং ম্যা, ফাতেমা পারুল, মোস্তফা কামাল, জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা নুরুল আবছার প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে বান্দরবানে উন্মোচিত হলো শিক্ষার নতুন দ্বার। স্থানীয়রা ঘরের কাছেই স্বল্প খরচে তাদের উচ্চ শিক্ষা লাভের সুযোগ পাবে।
পরে বান্দরবান শিক্ষা ও উন্নয়ন ফাউন্ডেশন এবং পার্বত্য জেলা পরিষদের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয় এবং বান্দরবান বিশ্ববিদ্যালয়ের লোগো উন্মোচন করা হয়।

বাংলাদেশ সময়: ০২২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।