রাজধানীর ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ৩৫ নম্বর ওয়ার্ডের মালিবাগ এলাকার পেয়ারাবাগ সড়কের অবস্থা এটি।
সড়কের মুখের মুদি দোকানি আলম হোসেন জানান, সড়কটি সরু।
সুয়ারেজের লাইন সংস্কারের নামে একমাস আগে সিটি কর্পোরেশনের লোকজন পাইপ এনে রাখে এখানে। সড়কজুড়ে এভাবে বেশ কিছু জায়গায় পাইপ রাখা হয়েছে।
আরিফ নামে একজন স্কুল ছাত্র জানান, এ সড়ক দিয়ে স্কুলে যেতে সময় কম লাগে। সেজন্য রিকশা করে দ্রুত স্কুলে চলে যাই। পাইপ রাখায় সময় মতো স্কুলে যেতে পারি না। কাজও করতে দেখি না, অথচ সড়কটি বন্ধ রয়েছে।
শাহজাহান নামে একজন দোকানি জানান, রিকশা চলাচল তো দূরে কথা জরুরি প্রয়োজনে অসুস্থ রোগীকে এ সড়ক দিয়ে নেওয়াও এখন কষ্টকর হয়ে গেছে।
এ ব্যাপারে সিটি কর্পোরেশন দ্রুত ব্যবস্থা নিলে এলাকার মানুষের দুর্ভোগ কমতো বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ০৪৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
আরএ