ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বড়াইগ্রামে ট্রাকের ধাক্কায় পিকআপভ্যানের ২ যাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
বড়াইগ্রামে ট্রাকের ধাক্কায় পিকআপভ্যানের ২ যাত্রী নিহত

নাটোর: নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ট্রাকের ধাক্কায় পিকআপভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৭ জন।

শনিবার (১১ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের শ্রীপুর আইড়মারী ব্রিজ এলাকায় নূরে আলম ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার হারুয়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে শহীদ (৩৭) অপরজন ফুলচাঁন (৪০)।

আহত সাত জনের মধ্যে দুই জনের নাম জানা গেছে। তারা হলেন- সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সাকুয়াদিঘি গ্রামের হারু মোল্লার ছেলে সায়েদুল্লাহ মোল্লা (৫৫) ও গাজীপুর জেলার কোনাবাড়ি এলাকার রফিক উদ্দিন (৪৬)। এদের মধ্যে রফিক উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি এম শামসুন্নুর বাংলানিউজকে জানান, গাজীপুর থেকে ৮ থেকে ১০ জন একটি পিকআপভ্যানের করে বড়াইগ্রামের রাজাপুরের মাছের আড়তের উদ্দেশে বের হন। পথে পিকআপভ্যানটি শ্রীপুর আইড়মারী ব্রিজ এলাকায় নূরে আলম ফিলিং স্টেশনের সামনে দাঁড়িয়ে ছিল। এসময় একটি ট্রাক এসে পিকআপটিকে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপভ্যানটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। আহতদের বনপাড়া আমেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

বাংলাদেশ সময়: ০৭৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭ আপডেট: ০৯০৪ ঘণ্টা
এনটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।