শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দিনগত রাত ৮টার দিকে উপজেলার কুমারখালি গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক আব্দুল আউয়াল গুরুদাসপুরের কুমারখালি গ্রামের মৃত আব্দুস সোবহানের ছেলে।
গুরুদাসপুর থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) আব্দুল গণি বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে কুমারখালি গ্রামর আব্দুল আউয়ালের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় ২৫ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।
এ ব্যাপারে থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ০৯২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
এনটি