শনিবার (১১ ফেব্রুয়ারি) দিনগত সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন- শাহজাহান জোমাদ্দার, এনায়েত কবীর দুলাল জোমাদ্দার, মতলেব জোমাদ্দার, টুলু জোমাদ্দার, জাফর জোমাদ্দার, আ. রহমান জোমাদ্দার, মাহবুব জোমাদ্দার, আমির জোমাদ্দার, হেমায়েত জোমাদ্দার, সরোয়ার জোমাদ্দার ও সোহেল জোমাদ্দার।
এতে দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।
এদিকে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাতেই বামনা উপজেলা চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু ও সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মানজুরুর রব মুর্তাজা হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কাঠালিয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা বাংলানিউজকে জানান, বৈদ্যুতিক শট সার্কিটের মাধ্যমেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ০৯৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
এনটি