শনিবার (১১ ফেব্রুয়ারি) সকালে র্যাব থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটক মাদক বিক্রেতারা হলেন- মো. রুবেল মিয়া (২৪) ও মো. সুজন মিয়া (২২)।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধলাইমান গ্রমে জয়জু মিয়ার বসতবাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় চোলাই মদ ও গাঁজা জব্দ করা হয়।
সহকারী পুলিশ সুপার (এএসপি) জুয়েল চাকমা এ অভিযানে নেতৃত্ব দেন। পরে আসামিদের থানায় হস্তান্তর করা হয়।
বাংলাদেশ সময়: ১০৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
এমএএএম/বিএস