ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ত্রিশালে মাদক-গাঁজাসহ দুই ব্যবসায়ী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
ত্রিশালে মাদক-গাঁজাসহ দুই ব্যবসায়ী আটক

ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে এক কেজি গাঁজা ও ১১০ লিটার চোলাই মদসহ দু’মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪।

শনিবার (১১ ফেব্রুয়ারি) সকালে র‌্যাব থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

আটক মাদক বিক্রেতারা হলেন- মো. রুবেল মিয়া (২৪) ও মো. সুজন মিয়া (২২)।


বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধলাইমান গ্রমে জয়জু মিয়ার বসতবাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় চোলাই মদ ও গাঁজা জব্দ করা হয়।

সহকারী পুলিশ সুপার (এএসপি) জুয়েল চাকমা এ অভিযানে নেতৃত্ব দেন। পরে আসামিদের থানায় হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ১০৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
এমএএএম/বিএস

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।