শনিবার (১১ ফেব্রুয়ারি) সকালে মাগুরা-যশোর সড়কের মঘিরঢাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ফরিদপুরের চেনাপোতা গ্রামের খোদেজা খাতুন (৪০) ও ছুটু বিবি (৭০)।
মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন দুর্ঘটনায় আহত মাসুদ হোসেন বাংলানিউজকে জানান, সকালে তারা মাইক্রোবাসে করে ফরিপুর থেকে ভারতের আজমির শরীফের উদ্দেশে যশোরের বেনাপোলে যাচ্ছিলেন। তারা মঘিরঢাল এলাকায় পৌঁছালে একটি ট্রাক মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসের দুই যাত্রী নিহত ও আট জন আহত হন।
এ ব্যাপারে মাগুরা হাইওয়ে পুলিশের উপ পরিদর্শক (এসআই) বিটুল হাসান বাংলানিউজকে জানান, নিহত দুই জনের মরদেহ মাগুরা সদর হাসপাতালে রাখা হয়েছে। আহতদের মাগুরা সদর ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে।
বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
এনটি