চিঠি চালাচালি আর ডিএনএ পরীক্ষা-নিরীক্ষার মধ্যেই সীমাবদ্ধ তদন্তের গতি, আজও হত্যার রহস্য উন্মোচন হল না। ভুক্তভোগী পরিবার বলছে, ‘সরকার চাইলে আমরা বিচার পাবো এ বিশ্বাসেই বেঁচে আছি।
ইতোমধ্যে পাঁচ বছরে ৪৬ বার সময় নিয়েও আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করতে ব্যর্থ হয়েছে তদন্তকারী সংস্থাগুলো।
শেরেবাংলা নগর থানা পুলিশের পর ডিবি’র তদন্তের ব্যর্থতা স্বীকার। এরপর এখন মামলার তদন্তের কাজ করছে এলিট ফোর্স র্যাবের তদন্ত সংস্থা।
বর্তমান মামলার তদন্তকারী কর্মকর্তা র্যাব সদর দপ্তরের তদন্ত ও ফরেনসিক শাখার সহকারী পুলিশ সুপার (এএসপি) মহিউদ্দীন আহমেদ।
পাঁচ বছর হয়ে যাওয়া মামলার তদন্তের অগ্রগতির বিষয়ে তিনি বলেন, পরীক্ষা-নিরীক্ষার জন্য স্পর্ট থেকে পাওয়া বেশ কিছু আলামত যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছিল। সেগুলোর রিপোর্ট আমাদের হাতে এসেছে। এর আলোকেই আমরা তদন্তের কাজ চালিয়ে যাচ্ছি।
তিনি বলেন, ঘটনাস্থল থেকে পাওয়া আরও দু’জন অজ্ঞাতপরিচয় পুরুষের ডিএনএ আলামত পাওয়া গেছে। সেই ডিএনএ বহনকারী মানুষকে শনাক্ত করা যায়নি। ওই দু’জনকে খুঁজে বের করতে আমরা চেষ্টা চালাচ্ছি। তাদের ওপরই অনেক টা ফলাফল নির্ভর করছে।
আবার মামলার সাথে সংশ্লিষ্ট থাকতে পারে এমন সন্দেহভাজন ১৩০ জনের একটি তালিকাও করা হয়েছে।
নিহত সাংবাদিক দম্পতির চুরি হওয়া ল্যাপটপ এখনও উদ্ধার করতে পারেনি র্যাব। পাশাপাশি এখনও তদন্ত চলছে গ্রিলকাটা সন্দেহভাজন ‘চোর ও ডাকাত’র ব্যাপারেও। এ ঘটনায় গ্রেফতার আটজনের মধ্যে ছয়জন এখনো কারাগারে।
এ বিষয়ে এই তদন্তকারী কর্মকর্তা জানান, চুরি হওয়া ল্যাপটপ বর্তমানে ব্যবহার হচ্ছে কিনা, সেই বিষয়টা জানার জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান বরাবর চিঠি দেওয়া-নেওয়া অব্যাহত আছে।
সবকিছু মিলে মামলার তদন্ত প্রতিবেদন দ্রুতই জমা দেওয়া হবে, কিন্তু কবে নাগাদ দেওয়া হচ্ছে সে বিষয় বলা যাচ্ছে না।
সন্তান হত্যার পাঁচ বছরের মাথায় এসেও বিচার না পাওয়া সাগরের মা বলেন, যখন পাঁচ বছরেও আমার সাগর রুনির তদন্ত শেষ হল না। যারা কিছুই খুঁজে পেলো না, সেসব তদন্তকারীদের ওপর আমার কোনো আস্থা নেই। একমাত্র সরকার চাইলেই আমি আর আমার নাতি বিচার পাবো, এই বিশ্বাস নিয়েই বেঁচে আছি।
তিনি আরও বলেন, কারও প্রতি আমাদের কোনো অভিযোগ নেই, আর কারও কাছে বিচার চাইবোও না, উপরওয়ালার কাছে শুধু বিচার দিয়ে গেলাম।
এদিকে, গত বুধবার মহানগর হাকিম মাজহারুল ইসলাম সাগর-রুনি হত্যা মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে আগামী ২১ মার্চ প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা র্যাব সদর দফতরের তদন্ত ও ফরেনসিক শাখার সহকারী পুলিশ সুপার (এএসপি) মহিউদ্দীন আহমেদকে।
বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
এসটি/পিসি