শনিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার বড় পাঙ্গাসী ইউনিয়নের নরসিংহপাড়া গ্রামের পশ্চিম পাশে একটি ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তামিম একই ইউনিয়নের চক পাঙ্গাসী গ্রামের সোলায়মান হোসেনের ছেলে।
উল্লাপাড়া মডেল থানার উপ পরিদর্শক (এসআই) সাচ্চু বিশ্বাস বাংলানিউজকে জানান, তামিম মায়ের সঙ্গে নানা নরসিংহপাড়া রফিকুল ইসলামের বাড়ি বেড়াতে যায়। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে থেকে সে নিখোঁজ ছিলো। সকালে গ্রামের পশ্চিম পাশে একটি ক্ষেতে তামিমের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে মর্গে পাঠায়।
তামিমের গলায় দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে রাতের কোনো এক সময় শ্বাসরোধে হত্যার পর ক্ষেতের মধ্য ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১২০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
এনটি