ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ঢামেকে ছাদের প্লাস্টার ধসে মাথা ফাটলো রোগীর স্ত্রীর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
ঢামেকে ছাদের প্লাস্টার ধসে মাথা ফাটলো রোগীর স্ত্রীর প্লাস্টার ভেঙে পড়ার পর ছাদ ও বারান্দার চিত্র। ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নাক, কান ও গলা বিভাগের ছাদের প্লাস্টার ধসে চিকিৎসাধীন এক রোগীর স্ত্রী ‍আহত হয়েছেন।

শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের ৩ তলায় ৩০৩ নম্বর ওয়ার্ডের বারান্দায় এ দুর্ঘটনা ঘটে।  

আহত নারীর নাম রুচিয়া বেগম (৫০)।

তিনি ওই ওয়ার্ডের বারান্দায় চিকিৎসাধীন গোলাপ রহমানের স্ত্রী। গোলাপের সঙ্গে থেকে তাকে দেখভাল করছিলেন রুচিয়া। আহত রুচিয়া বেগম।  ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কমওই ওয়ার্ডের অন্য রোগীর স্বজনরা জানান, গোলাপ দীর্ঘদিন ধরে নাক, কান ও গলা বিভাগে চিকি‍ৎসাধীন। তার সঙ্গে থেকে দেখাশোনা করছিলেন স্ত্রী রুচিয়া।

সকালে রুচিয়া বারান্দার পাশে থাকা বাথরুম থেকে ফিরছিলেন। হঠাৎ বারান্দার ছাদে সিলিং ফ্যান লাগানোর অংশের প্লাস্টার ভেঙে তার মাথায় পড়ে। এতে রুচিয়ার মাথার এক অংশের চামড়া ছিলে যায়। তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়। মোট ২৪টি সেলাই দেওয়া হয়েছে রুচিয়ার মাথায়। ছাদের প্লাস্টার ধসে পড়ার পর বারান্দার চিত্র।  ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কমএ বিষয়ে নাক, কান ও গলা বিভাগের সহযোগী অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বাংলানিউজকে বলেন, ওই নারীকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার মাথায় সেলাই করে নিউরোসার্জারি বিভাগে পাঠানো হবে।

ডা. নাজমুল আক্ষেপ করে বলেন, আমাদের পুরো বিভাগই এভাবে ঝুঁকিতে আছে। আমাদের নিজেদের রুমেরও একই দশা। যখন-তখন নিজেরাও আহত হতে পারি। এ ব্যাপারে কারও কোনো ভ্রুক্ষেপ নেই।

বাংলাদেশ সময়: ১৩৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
এজেডএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।