শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের ৩ তলায় ৩০৩ নম্বর ওয়ার্ডের বারান্দায় এ দুর্ঘটনা ঘটে।
আহত নারীর নাম রুচিয়া বেগম (৫০)।
সকালে রুচিয়া বারান্দার পাশে থাকা বাথরুম থেকে ফিরছিলেন। হঠাৎ বারান্দার ছাদে সিলিং ফ্যান লাগানোর অংশের প্লাস্টার ভেঙে তার মাথায় পড়ে। এতে রুচিয়ার মাথার এক অংশের চামড়া ছিলে যায়। তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়। মোট ২৪টি সেলাই দেওয়া হয়েছে রুচিয়ার মাথায়। এ বিষয়ে নাক, কান ও গলা বিভাগের সহযোগী অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বাংলানিউজকে বলেন, ওই নারীকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার মাথায় সেলাই করে নিউরোসার্জারি বিভাগে পাঠানো হবে।
ডা. নাজমুল আক্ষেপ করে বলেন, আমাদের পুরো বিভাগই এভাবে ঝুঁকিতে আছে। আমাদের নিজেদের রুমেরও একই দশা। যখন-তখন নিজেরাও আহত হতে পারি। এ ব্যাপারে কারও কোনো ভ্রুক্ষেপ নেই।
বাংলাদেশ সময়: ১৩৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
এজেডএস/এইচএ/