ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহী সীমান্তে ৮ মানব কঙ্কাল উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
রাজশাহী সীমান্তে ৮ মানব কঙ্কাল উদ্ধার রাজশাহী সীমান্তে ৮ মানব কঙ্কাল উদ্ধার

রাজশাহী: রাজশাহীর চর মাজারদিয়া সীমান্ত এলাকা থেকে আটটি মানব কঙ্কাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

শনিবার (১১ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে বিজিবি-১ ব্যাটালিয়নের সদস্যরা কঙ্কালগুলো উদ্ধার করে।

বিজিবি-১ ব্যাটালিয়নের অধিনায়ক সোহেল উদ্দিন পাঠান বাংলানিউজকে জানান খবর নিশ্চিত করেন।

তিনি বলেন, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

তিনি জানান, ভোরে কমান্ডার হাবিলদার নজরুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি টহল দল চর মাজারদিয়ার সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় আটটি মানব কঙ্কাল উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া মানব কঙ্কালগুলোর আনুমানিক বাজার মূল্য এক লাখ ২০ হাজার টাকা। টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা কঙ্কাল ফেলে পালিয়ে যান।

মানব কঙ্কালগুলো শুল্ক গুদামে জমা দেওয়া হবে বলেও জানান বিজিবির ওই ঊর্ধ্বতন কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
এসএস/এএটি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।