শনিবার (১১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার কলিমপুর গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে।
স্থানীয়রা জানান, আব্দুর রহমান বিভিন্ন এলাকায় গাছ কাটার কাজ করতেন। সকালে উপজেলার কুয়া গ্রামের নিজাম উদ্দিনের বাড়িতে আব্দুর রহমান গাছ কাটছিলেন। এসময় অসাবধানবশত গাছ থেকে নিচে পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক ডা. বদিউর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
এনটি