ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে তিন মাদক ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
সিরাজগঞ্জে তিন মাদক ব্যবসায়ী আটক

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ পৌর এলাকার মাহমুদ মহল্লায় ইয়াবা, গাঁজা ও ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ৠাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন ৠাব-১২ সদস্যরা।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাতে তাদের আটক করা হয়। শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতর মাধ্যেমে সিরাজগঞ্জ ক্যাম্পের ক্যাম্প স্কোয়াট কমান্ডার মো. হাসিবুল আলম বিষয়টি জানান।

আটক মাদক ব্যবসায়ীরা হলেন- মাহমুদপুর মধ্যপাড়া মহল্লার শফিকুল ইসলামের স্ত্রী মোছা. পিয়ালি খাতুন (৩০), একই এলাকার সোনা উল্লা শেখ এর ছেলে মো. গোলজার হোসেন (৫০) ও মৃত জয়নাল আবেদীনের ছেলে মো. হাবিবুর রহমান (৪৫)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মাহমুদপুর মহল্লায় অভিযান চালিয়ে ১৯৫ পিস ইয়াবা, এক বোতল ফেনসিডিল ও চার পুড়িয়া গাঁজাসহ তিন জনকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।