ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সাগর-রুনি হত্যার রহস্য উন্মোচনের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
সাগর-রুনি হত্যার রহস্য উন্মোচনের দাবি সাগর-রুনি হত্যার রহস্য উন্মোচনের দাবি/ছবি-বাংলানিউজ

ঢাকা: সাংবাদিক দম্পতি সাগর-রুনির প্রকৃত খুনিদের গ্রেফতার ও হত্যার রহস্য উন্মোচনের দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন।

শনিবার (১১ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লোবের সামনে সাগর-রুনি হত্যার পঞ্চমবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ দাবি জানান বাংলাদেশ  ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) এক অংশের সভাপতি শওকত মাহমুদ।

তিনি বলেন, সাগর-রুনি হত্যার বিচার পাবো, বলে আমরা বিশ্বাস করি না।

পাঁচবছরেও এ হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত হয়নি এবং প্রকৃত খুনিরা ধরা পড়েনি।

শওকত মাহমুদ বলেন, এ হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে ধ্রুমজাল তৈরি হয়েছে। তদন্তের প্রতিবেদন জমা দেওয়ার জন্য আদালতে ৪৬ বার সময় চাওয়া হয়েছে। যদি এ হত্যার রহস্য উন্মোচিত না হয় ও প্রকৃত খুনিরা গ্রেফতার না হয়, তবে ‘সাংবাদিক গণতন্ত্র কমিশন’ করে এ হত্যার রহস্য উন্মোচন করা হবে।

বিক্ষোভ সমাবেশে বিএফইউজে’র এক অংশের যুগ্মসাধারণ সম্পাদক শাহিন রেজা বলেন, আমরা অবিলম্বে এ হত্যার বিচারের দাবি জানাই ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি।

এ সময় নেতারা বিভিন্ন সময়ে সাংবাদিকদের ওপর নির্যাতন ও হত্যাকাণ্ডের বিচার দাবি জানান।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি পশ্চিম রাজাবাজারের নিজ বাসায় হত্যাকাণ্ডের শিকার হন সাংবাদিক দম্পতি সাগর-রুনি। এ নির্মম হত্যাকাণ্ডের পাঁচবছর পূর্ণ হচ্ছে শনিবার (১১ ফেব্রুয়ারি)।

বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
আরএটি/এএটি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।