ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মুকসুদপুরে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
মুকসুদপুরে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫

গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে বাড়ি-ঘর ভাঙচুর ও নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শনিবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত উপজেলার গোবিন্দপুর গ্রামে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এসময় ঘটনাস্থল থেকে উভয়পক্ষের ছয়জনকে আটক করা হয়।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) জাফর হোসেন বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরে এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোবিন্দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নফর শেখের সঙ্গে ফরিদ মুন্সীর বিরোধ চলে আসছিল। এর আগেও বেশ কয়েকটি মারামারি ও জখমের ঘটনা ঘটেছে। চার দিন আগে নফর শেখের লোকজন অতর্কিত ফরিদ মন্সীর বাড়ি ও সমর্থকদের বাড়ি ঘরে হামলা চালায়। এর জের ধরে ফরিদ মুন্সীর লোকজন শনিবার সকালে নফর শেখের সমর্থদের ওপর হামলা চালায়। এসময় তারা কমপক্ষে ১০টি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে।

পরে উভয়পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নারীসহ উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হন। আহতদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। ফের সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনও পক্ষ থানায় অভিযোগ করেনি। করলে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
আরবি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।