ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সাগর-রুনির খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
সাগর-রুনির খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি সাগর-রুনির খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি- ছবি: বাংলানিউজ

ঢাকা: সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার, মেহেরুন রুনি ও শিমুল হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতি।   

শনিবার (১১ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে সাগর-রুনি ও সাংবাদিক শিমুল হত্যার বিচার দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

এ সময় রাজশাহী সাংবাদিক বিভাগ সমিতির সভাপতি খাইরুজ্জামান কামাল সাগর-রুনি হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এছাড়াও সাংবাদিক সাগর-রুনি ও শিমুল হত্যাকারীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে প্রশাসনের প্রতি আহ্বান জানান খাইরুজ্জামান।

মানববন্ধনে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি আতিকুর রহমান চৌধুরী বলেন, সাগর-রুনি হত্যার অভিযোগপত্র (চার্জশিট) যেন দ্রুততম সময়ের মধ্যে জমা দেওয়া হয়।

এই হত্যার রহস্য উন্মোচন করে প্রকৃত খুনিদের আইনের আওতায় আনার দাবি করেন তিনি।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি পশ্চিম রাজাবাজারের নিজ বাসায় হত্যাকাণ্ডের শিকার হন মাছরাঙা টিভির বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন নিউজের সিনিয়র রিপোর্টার মেহেরুন রুনি। সাংবাদিক দম্পতির এই নির্মম হত্যাকাণ্ডের পাঁচ বছর পূর্ণ হলো শনিবার (১১ ফেব্রুয়ারি)। এই হত্যাকাণ্ডের এখনও কোনো কুল কিনারা পাওয়া যায়নি।

** সাগর-রুনি হত্যার রহস্য উন্মোচনের দাবি


বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
আরএটি/এসআরএস/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।