‘এ ব্যাপারে র্যাব সদস্যরা তদন্ত চালাচ্ছেন। এছাড়া দুইজনের ডিএনএ’র নমুনা পাওয়া গেছে, সেগুলো মিলানোর চেষ্টা চলছে,’ যোগ করেন মন্ত্রী।
শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে নড়াইলের নড়াগাতি থানার অরুণিমা রিসোর্ট গলফ ক্লাব চত্বরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে মন্ত্রী মাসিক অপরাধ পর্যালোচনা সভায় অংশ নেন।
খুলনা রেঞ্জের ডিআইজি এস এম মনিরুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার নিবাস চন্দ্র মাঝি প্রমুখ।
উপস্থিত ছিলেন, নড়াইল-১ আসনের সংসদ সদস্য (এমপি) কবিরুল হক মুক্তি, জেলা প্রশাসক মো. হেলাল মাহমুদ শরীফ, নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম প্রমুখ।
এদিকে, ভিক্ষুকমুক্ত খুলনা বিভাগ গড়ার লক্ষ্যে বিভাগীয় কমিশনার আবদুস সামাদের কাছে মন্ত্রী ৫৮ লাখ ১২ হাজার ২০৯ টাকার চেক তুলে দেন।
বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
এসআরএস/এজি/আইএ