সড়ক দুর্ঘটনায় মনিটরিং নেই-ছবি: বাংলানিউজ
আশুলিয়া, সাভার: স্থানীয় জন প্রতিনিধিরা উন্নয়নের প্রচারের পাশাপাশি সড়কে দুর্ঘটনা রোধে আরও আন্তরিক হওয়া দরকার। এছাড়া সংশ্লিষ্ট প্রশাসন যদি সঠিকভাবে মনিটরিংয়ের কাজ করতো তাহলে সড়ক দুর্ঘটনার হার কমে যেত।
শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে আশুলিয়ার বাইপাইল বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) মাঠে সেন্টার ক্যাম্পেইনের ১১তম দিনে উপস্থিত থেকে ‘নিরাপদ সড়ক চাই’ চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ক্যাডেটদের উদ্দেশে এসব কথা বলেন।
তিনি বলেন, শুধু চালকদের দোষ দিলেই হবে না, নিজেদেরও সচেতন হতে হবে।
তাছাড়া সড়কের পাশে হাট-বাজার, অবৈধ গাড়ি পার্কিংসহ বিভিন্ন কারণে সড়ক দুর্ঘটনা বেড়ে গেছে। বাবা-মার উচিত তাদের সন্তানদের সড়ক পারাপারের বিষয়ে সচেতন করা। তাহলে সড়ক দুর্ঘটনার হার অনেক কমে যাবে। প্রতিটি ক্যাডেটদের এ বিষয়ে মানুষের কাছে পৌঁছে সচেতন বাড়তে হবে। তাদের বুঝাতে হবে সড়ক দুর্ঘটনা কোনও প্রকার আজাব নয়, যা ঘটে শুধুমাত্র অসচেতনার কারণে।
১২ দিনব্যাপী এ ক্যাম্পেইনে দেশ সেরা ৬৫০ জন ক্যাডেট অংশ নিয়েছে। রোববার (১২ ফেব্রুয়ারি) এ ক্যাম্পেইনের সমাপনী দিন।
বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
আরবি/এসএইচ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।