নিহত আবদুর রাজ্জাক নাটোর পল্লী বিদ্যুৎ সমিতির পুঠিয়া-১ নম্বর জোনের এজিএম এবং সিরাজগঞ্জের পুষ্টিগাছা এলাকার আমজাদ হোসেনের ছেলে।
রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট মনির হোসেন বাংলানিউজকে জানান, সকালে ঢাকা-রাজশাহীর কাঁঠালবাড়িয়ায় সড়ক পারাপারের সময় পল্লী বিদ্যুৎ কর্মকর্তা আবদুর রাজ্জাককে একটি মালবাহী ট্রাক ধাক্কা দেয়।
এসময় রামেক হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য বর্তমানে তার মরদেহ রামেক মর্গে রাখা হয়েছে।
রাজশাহীর পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, পল্লী বিদ্যুৎ কর্মকর্তা আবদুর রাজ্জাককে ঢাকা থেকে ছেড়ে যাওয়া রাজশাহীগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৩-২৭৩৮) ধাক্কা দিয়েছে। বর্তামানে চালকসহ ওই ট্রাকটি আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মামলা করা হবে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।
এদিকে, রাজশাহীর চারঘাট উপজেলায় ভটভটি উল্টে ৮ যাত্রী আহত হয়েছেন। দুপুর ১২টার দিকে চারঘাট-বানেশ্বর মহাসড়কের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন- মোক্তারপুর গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী হালিমা বেগম (৩৫), একই গ্রামের ইয়াছিন আলীর স্ত্রী সাবিনা ইয়াসমিন (৩৫), মেরামতপুর গ্রামের এনামুল হকের স্ত্রী সাবিনা বেগম (৪৫), আস্করপুর গ্রামের মুনতাজ আলীর ছেলে নয়ন আলী (৩৫), আজাদ আলী (৪০), ঝিকরা গ্রামের জহির উদ্দিনের ছেলে রোকন আলী (৩৫), নজরুল ইসলামের স্ত্রী সাইরা ভানু ( ৪৫), ভায়ালক্ষীপুরের নাজিম উদ্দিনের ছেলে হাফিজুর রহমান (৩০)।
বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
এসএস/ওএইচ/এসএইচ