শনিবার (১১ ফেব্রুয়ারি) পুলিশ জানায়, নাশকতা চালানোর পরিকল্পনা করছিলো আটক ব্যক্তিরা।
এর আগে গোপন বৈঠক করার সময় শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দিনগত রাতে শিবগঞ্জ সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন শিবিরকর্মী তোসলিম উদ্দিন, গোলাম মোস্তফা এবং জামায়াতকর্মী খলিলুর রহমান ও গোলাম মোস্তফা। তাদের সবার বাড়ি শিবগঞ্জ উপজেলায়।
তথ্যের সত্যতা নিশ্চিত করে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী জানান, উপজেলার দুর্লভপুর ইউনিয়নের নামোঃজগন্নাথপুর আনক কারিগরি দাখিল মাদ্রাসায় গোপনে বৈঠক করার সময় তাদের আটক করা হয়। এদিন (শনিবার) সকালে শিবগঞ্জ থানায় আটক ব্যক্তিদের নামে মামলা রুজু করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
এটি