ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে গানপাউডার-ককটেলসহ ৪ জামায়াতকর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
চাঁপাইনবাবগঞ্জে গানপাউডার-ককটেলসহ ৪ জামায়াতকর্মী আটক গোপন বৈঠক করার সময় চার জামায়াত-শিবিরকর্মীকে আটক করে পুলিশ

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমান্ত এলাকা থেকে চার জামায়াত-শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছে থেকে ১ কেজি গানপাউডার, ৫টি ককটেল এবং ১০টি বাইসাইকেল জব্দ করা হয়।

শনিবার (১১ ফেব্রুয়ারি) পুলিশ জানায়, নাশকতা চালানোর পরিকল্পনা করছিলো আটক ব্যক্তিরা।

এর আগে গোপন বৈঠক করার সময় শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দিনগত রাতে শিবগঞ্জ সীমান্ত এলাকা থেকে তাদের আটক কর‍া হয়।

আটক ব্যক্তিরা হলেন শিবিরকর্মী তোসলিম উদ্দিন, গোলাম মোস্তফা এবং জামায়াতকর্মী খলিলুর রহমান ও গোলাম মোস্তফা। তাদের সবার বাড়ি শিবগঞ্জ উপজেলায়।

তথ্যের সত্যতা নিশ্চিত করে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী জানান, উপজেলার দুর্লভপুর ইউনিয়নের নামোঃজগন্নাথপুর আনক কারিগরি দাখিল মাদ্রাসায় গোপনে বৈঠক করার সময় তাদের আটক করা হয়। এদিন (শনিবার) সকালে শিবগঞ্জ থানায় আটক ব্যক্তিদের নামে মামলা রুজু করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।