শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে নবাব সিরাজ উদ দৌলা সরকারি কলেজ মাঠে মেলার উদ্বোধন করেন নাটোর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল।
এতে সভাপতিত্ব করেন নাটোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ রফিকুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল বলেন, জননেত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে ও বর্তমান সরকারের নানামুখী পদক্ষেপে বাংলাদেশ খাদ্য ঘাটতির দেশ থেকে খাদ্য রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে।
এখন দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপদ খাদ্য উৎপাদনেও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। এক্ষেত্রে মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তাদের নতুন প্রযুক্তি উদ্ভাবন ও প্রয়োগের মাধ্যমে তা নিশ্চিত করতে হবে, যোগ করেন তিনি।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অনেকের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ মর্তুজা আলী বাবলু, দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রত্না আহমেদ, জেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান জেমসসহ জেলার অন্যান্য কৃষি কর্মকর্তা ও সাতটি উপজেলার কৃষি অফিসাররা।
এ সময় নাটোর সদর উপজেলা কৃষি অফিসার ড. সাইফুল আলম বাংলানিউজকে জানান, সমন্বিত কৃষি উন্নয়ের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্পের আওতায় মেলায় কৃষি উৎপাদন ও প্রযুক্তি সংক্রান্ত মোট ২৮টি স্টল প্রদর্শিত হচ্ছে।
মেলায় নবতি, বিসিক, এসিআই, প্রাণ এগ্রোভেট, সিনজেন্টাসহ বিভিন্ন শীর্ষ কোম্পানি অংশ নিয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
এজি