রাঙামাটিতে ফেনসিডিলসহ নারী মাদক ব্যবসায়ী আটক
রাঙামাটি: রাঙামাটিতে ১১০ বোতল ফেনসিডিলসহ হাসিনা আক্তার (৩৫) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে শহরের রিজার্ভ বাজারস্থ গীতাশ্রম কলোনীর নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রশিদ বাংলানিউজকে জানান, হাসিনা র্দীঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে পুলিশের একটি দল তার নিজ বাড়িতে অভিযান চালায়। এ সময় ১১০ বোতল ফেনসিডিলসহ হাসিনাকে আটক করা হয়।
হাসিনার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
এজি/এনটি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।