শনিবার (১১ ফেব্রুয়ারি) সকালে খাগড়াছড়িতে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) স্পেশালাইজড ট্রেনিং সেন্টারে দেশের প্রথম শুরু হওয়া
আট সপ্তাহব্যাপী এ কোর্সের উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শফিকুল ইসলাম, সদর দফতরে দায়িত্বরত পুলিশের অ্যাডিশনাল ডিআইজি (ট্রেনিং অ্যান্ড স্পোর্টস) ড. খন্দকার মহিদ উদ্দিন, স্পেশালাইজড ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট মো. আওরংজেব মাহবুব ও অতিরিক্ত পুলিশ সুপার হলা চিং প্রু প্রমুখ।
এ কে এম শহীদুল হক বলেন, দেশে জঙ্গি তৎপরতা রোধে পুলিশের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। দিন দিন চ্যালেঞ্জ বাড়ছে, তাই পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে পুলিশের মহাপরিদর্শক কমান্ডো প্রশিক্ষণের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন।
ড. খন্দকার মহিদ উদ্দিন বলেন, প্রশিক্ষণ কর্মসূচিতে তিনজন সহকারী পুলিশ সুপার (এএসপি), ছয়জন উপ-পরিদর্শক (এসআই), ১০ জন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ও ২৫ জন কনস্টেবল অংশ নিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
আরবি/এটি