ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

শরীরে কেরোসিন ঢেলে পুড়ে মারা গেলো কলেজছাত্রী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
শরীরে কেরোসিন ঢেলে পুড়ে মারা গেলো কলেজছাত্রী

গাইবান্ধা: তিনদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে হার মানলো নিজের শরীরে নিজেই কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া কলেজছাত্রী মনিষা আক্তার (১৬)।

শনিবার (১১ জানুয়ারি) বিকেল ৩টার দিকে গাইবান্ধার সাঘাটা উপজেলার মুক্তিনগর ইউনিয়নের শেমপুর গ্রামের নিজ বাড়িতে মারা যায় সে।

মনিষা ওই গ্রামের আইয়ূব আলীর মেয়ে।

সে সাঘাটা উপজেলার বোনারপাড়া মহিলা কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের ছাত্রী ছিল।

স্থানীয়রা জানান, শুক্রবার (১০ জানুয়ারি) মনিষার বিয়ে ঠিক করে তার পরিবার। এ বিয়েতে সে রাজি ছিল না। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে বাড়িতে কেউ না থাকার সুযোগে গায়ে কেরোসিন ঢেলে নিজের শরীরে নিজেই আগুন ধরিয়ে দেয়। এরপর বাড়ির পাশে একটি পুকুরে ঝাপ দেয় মনিষা।  

পরে অগ্নিদগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর তার অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসক তাকে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। কিন্তু পরিবারের লোকজন অজ্ঞাত কারণে তাকে ঢাকায় না পাঠিয়ে বাড়িতে নিয়ে আসেন বলে জানান স্থানীয়রা।

মনিষার বাবার দাবি, মনিষা দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিল। সে কারণে নিজেই নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগায়।

মুক্তিনগর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আরশাদ আজিজ বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
আরবি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।