ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রাঙামাটিতে রেড ক্রিসেন্ট ইউনিটের ২ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
রাঙামাটিতে রেড ক্রিসেন্ট ইউনিটের ২ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ রাঙামাটিতে রেড ক্রিসেন্ট ইউনিটের ২ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ-ছবি: বাংলানিউজ

রাঙামাটি: রাঙামাটিতে যুব রেড ক্রিসেন্টের আয়োজনে দু’দিনব্যাপী মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ শুরু হয়েছে। শনিবার (১১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রেড ক্রিসেন্ট ইউনিট কার্যালয়ে ৩৫ জন স্বেচ্ছাসেবকদের নিয়ে এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন- ইউনিটের ভাইস চেয়ারম্যান সাইফুল চৌধুরী ভুট্টো, ইউনিট ও ইকোসেক প্রকল্প কর্মকর্তা এ কে এম আজরু উদ্দিন সাফদার, সহকারী প্রকল্প কর্মকর্তা শাহ রাজিউর রহমান রাজু, যুব প্রধান সোহানা ফেরদৌস ও উপ-যুব প্রধান রানা দে প্রমুখ।

মেয়র বলেন, মানবতার সেবায় রেড ক্রস বা রেড ক্রিসেন্টের ভূমিকা বিশ্বব্যাপী যেমন প্রশংসনীয় তেমনি বাংলাদেশেও তার কর্মকাণ্ডে ভূয়সী প্রশংসার দাবিদার।

তিনি বলেন, রাঙামাটি রেড ক্রিসেন্ট ইউনিটও তার কর্মকাণ্ডে সফলতার স্বাক্ষর রেখেছে।

তিনি রাঙামাটি ইউনিটকে একটি কর্মক্ষম ইউনিট হিসেবে আখ্যায়িত করে তার কয়েকটি কর্মকাণ্ডের কথা উল্লেখ করে বলেন, বিগত সময়ে বন্যা ও বিভিন্ন অগ্নিকাণ্ডে এ ইউনিটের স্বেচ্ছাসেবকেরা ক্ষতিগ্রস্ত পরিবার সমূহের প্রতি যে সেবার হাত বাড়িয়ে দিয়েছেন তা সত্যিই প্রশংসার দাবিদার।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।