ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

জালালাবাদের উদ্যোগে শুরু হচ্ছে আন্তর্জাতিক সিলেট উৎসব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
জালালাবাদের উদ্যোগে শুরু হচ্ছে আন্তর্জাতিক সিলেট উৎসব

সিলেট: জালালাবাদ অ্যাসোসিয়েশনের উদ্যোগে শুরু হচ্ছে বর্ণাঢ্য আন্তর্জাতিক সিলেট উৎসব-২০১৭। আগামী ৩ মার্চ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হবে ঢাকায়। এরপর ৬ মার্চ সিলেট অংশের উদ্বোধন হবে।

শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় সিলেট স্টেশন ক্লাবে জালালাবাদ অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ তথ্য জানান সংগঠনের নেত‍াকর্মীরা।

লিখিত বক্তব্য পড়ে শোনান আন্তর্জাতিক সিলেট উৎসবের আহ্বায়ক আবু হোসেন চৌধুরী।

এতে বলা হয়, দু’দিনব্যাপী এ উৎসব নগরীর আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে। এতে সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি নিয়ে প্রবাসীদের মিলনমেলায় নানা আয়োজন থাকবে।

‘শান্তি ও সমৃদ্ধির জন্য সম্প্রীতির অভিযাত্রা’ প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট বিভাগের
সামাজিক সংগঠন হিসেবে ঢাকায় জালালাবাদ অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই উৎসব অনুষ্ঠিত হবে।

উৎসবের প্রধান উপদেষ্টা অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি। প্রধান পৃষ্টপোষক
গ্রিনডেল্টা ইন্স্যুরেন্স এর প্রধান উপদেষ্টা নাসির এ চৌধুরী ও প্রধান সমন্বয়কারী, বাংলাদেশ
রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার।

সিলেট কর্মসূচির যুগ্ম সমন্বয়কারী জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. একে এম মোমেন ও প্রবাসী কল্যাণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক সি এম কয়েস সামি।

আন্তর্জাতিক সিলেট উৎসব আয়োজনে সিলেটে প্রায় তিনশত সদস্য বিশিষ্ট আয়োজক ও

বাস্তবায়ন কমিটি কাজ করে যাচ্ছে।

 

সংবাদ সম্মেলনে জানানো হয়, জালালাবাদ অ্যাসোসিয়েশন ও দক্ষিণ কলকাতা সিলেট অ্যাসোসিয়েশন ২০১৪ সালের ডিসেম্বর মাসে আয়োজন করেছিল ইন্দো-বাংলা সিলেট উৎসব। ওই উৎসবে ভারত ও বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কয়েক হাজার সিলেটবাসী অংশ নেন। এরপরে আয়োজনকদের প্রিয়ভূমি সিলেটেই এ আয়োজন অনেক বেশি তাৎপর্যবহ ও নন্দিত হবে মনে করেন।

বক্তারা বলেন, এই জনপদের রয়েছে অনেক বর্ণাঢ্য ইতিহাস। এ অনুধাবনের প্রতিফলনই
হচ্ছে আন্তজার্তিক সিলেট উৎসব ২০১৭।

উৎসবের স্মারক হিসেবে সিলেটের ইতিহাস-ঐতিহ্য, সংস্কৃতি-সাহিত্য, ভাষা আন্দোলন-মুক্তিযুদ্ধ, অর্থনীতি, পর্যটন এবং বিভিন্ন ক্ষেত্রে সিলেটের নারীদের ঐতিহাসিক ভূমিকা তুলে ধরে একটি বস্তুনিষ্ট ও বর্ণাঢ্য স্মরণিকা প্রকাশ করা হবে বলেন সংশ্লিষ্টরা।

উৎসবে খ্যাতিমান শিল্পীদের গান, মরমী সাধকদের গান বই প্রদর্শনীসহ বিভিন্ন কর্মসূচি
অন্তর্ভূক্ত থাকবে। বিদেশ থেকে শিক্ষা, সংস্কৃতি, ব্যবসা-বাণিজ্য ও কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত
প্রবাসীসহ কয়েক হাজার অংশগ্রহণকারীর সমাবেশ ঘটবে। এই উৎসবের মধ্যদিয়ে প্রবাসী
বাংলাদেশীদের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও সহযোগিতা বৃদ্ধি পাবে। ফলশ্রুতিতে দেশে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি ও বিনোয়োগের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করছেন আয়োজকরা।

ঢাকা ও সিলেট দু’টি অংশেরই উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি।
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি, জাতীয় সংসদের হুইপ শাহাব উদ্দিন, সিলেট বিভাগের অন্য সংসদ সদস্যরা।

সংগঠনের সভাপতি সিএম তোফায়েল সামি’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ জগলুল পাশার পরিচালনায় লিখিত বক্তব্য পাঠ শেষে মুক্ত আলোচনায় অংশ নেন- সিলেট সিটি করেপোরেশনের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট সিটি করপোরেশনের সাময়িক বহিষ্কৃত মেয়র আরিফুল হক চৌধুরী, গোলাম মেহেদী চৌধুরী, সিএম কয়েস সামী, মঞ্জুরুল ইসলাম চৌধুরী, ফাহিমা চৌধুরী মনি, তাহমিনা আক্তার রুমি, প্রবাসী সাংবাদিক নজরুল ইসলাম বাসন, সংগঠনের সহ-সভাপতি আব্দুল মজিদ চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
এনইউ/বিএস

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।