শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের রাকসু ভবনের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, সাংস্কৃতিক কর্মীদের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন টিএসসিসি ভবন নির্মাণ করেছে। কিন্তু আমাদের দাবি অনুযায়ী যে নকশা ছিলো, সে অনুযায়ী ভবন নির্মাণ করা হয়নি। সাংস্কৃতিক চর্চার পথকে বন্ধ করে দেওয়ার জন্য চক্রান্তের মাধ্যমে এ ভবনটি নির্মাণ করা হয়েছে। আমরা এ ভবনটি বাতিল ও পূর্ণাঙ্গ টিএসসিসি ভবন নির্মাণের দাবি জানাচ্ছি।
সমাবেশে বক্তব্য রাখেন- দর্শন বিভাগের অধ্যাপক এসএম আবু বকর, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য কামার উল্লাহ সরকার, বিশ্ববিদ্যালয় থিয়েটারের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, রাবি শাখা বাংলাদেশ গণশিল্পী সংস্থার সাধারণ সম্পাদক ইন্দ্রোজিত কুমার প্রমুখ।
সমাবেশে সংহতি জানান- অনুশীলন নাট্যদলের সভাপতি অধ্যাপক মলয় ভৌমিক, বিশ্ববিদ্যালয় থিয়েটারের সভাপতি অধ্যাপক শাহ আজম শান্তনু, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর রাবি সংসদের সভাপতি গোলাম সারওয়ার।
বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
এজি/এসএনএস