ক্যাম্পে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চার শতাধিক মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পে উপস্থিত ছিলেন- অধুমপায়ী বন্ধু সংঘের কর্ণধার আনোয়ার হোসেন, তমাল ইমরান, জহির আরিফ, গ্রন্থ বিলাস গণগ্রন্থাগারের উদ্যোক্তা রাশেদ আলম, পিয়ারলেস ইয়ুথ ক্লাবের সায়মন চৌধুরী, ইউসুফ আলী ফাউন্ডেশনের সাইফুর রহমান, ডোনার্স ক্লাবের আল আমিন, দেশ উন্নয়ন ছাত্র সংগঠনের শাকিল, ইসমাইল, হৃদয়, হিমু, মান্নান, তসলিম ও দীপু সারোয়ার প্রমুখ।
দেশ উন্নয়ন ছাত্র সংগঠনের সভাপতি শাহ আলম মুহিন বাংলানিউজকে বলেন, আমরা স্বেচ্ছায় নিয়মিত রক্তদান করি এবং নিয়মিত বিনামূল্যে রক্তের গ্রুপ চেক করে রক্তের ডোনার সংগ্রহ করে থাকি।
বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
আরবি/