শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে জেলার মতিহার থানার নওদাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। নাজমুল ওই এলাকার মৃত ওসমান আলীর ছেলে।
রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার আল-আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিকে দুপুরে ইয়াবা ব্যবসায়ী নাজমুলের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় নাজমুলের শরীরে তল্লাশি চালানো হয়।
পরে অভিনব কায়দায় তার পায়ুপথের মধ্যে পলিথিনে মোড়ানো অবস্থায় ৫১ পিস ইয়াবা উদ্ধার করে ডিবি পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসবাদে নাজমুল ইসলাম দীর্ঘদিন থেকে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত বলে স্বীকার করেন।
তার বিরুদ্ধে মামলা হবে বলেও জানান পুলিশেরে এ ঊর্ধ্বতন কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
এসএস/ওএইচ/এমজেএফ