বদলগাছীতে ফেনসিডিলসহ আটক ১-ছবি: বাংলানিউজ
নওগাঁ: নওগাঁর বদলগাছী উপজেলায় ৩০ বোতল ফেনসিডিলসহ মোজাহার আলী নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার দাসকান্দি এলাকা থেকে তাকে আটক করা হয়।
মোজাহার পার্শ্ববর্তী পত্নীতলা থানার চকমনোহর গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে।
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে দাসকান্দি গ্রামে অভিযান চালানো হয়।
এসময় মোজাহারের ঘোরাফেরা সন্দেহজনক মনে হলে তাকে আটক করে তল্লাশি চালিয়ে ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ ঘটনায় মোজাহারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
আরবি/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।