ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

চাটখিলে মাদক বিক্রেতার ১ বছর কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
চাটখিলে মাদক বিক্রেতার ১ বছর কারাদণ্ড

নোয়াখালী: নোয়াখালীর চাটখিল উপজেলায় ইয়াবা সেবন ও বিক্রির দায়ে আবদুল মোতালেব (৩৫) নামে এক মাদক বিক্রেতাকে একবছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলাম মিঞা এ দণ্ড দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সকালে উপজেলার নোয়াখলা ইউনিয়নের খিজিরহাট এলাকায় ইয়াবা সেবন ও বিক্রির সময় ১০ পিস ইয়াবাসহ আবদুল মোতালেবকে আটক করা হয়।

পরে দুপুরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক জাহিদুল ইসলাম মিঞা একবছরের কারাদণ্ড‍াদেশ দেন।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
এজি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।