ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৪

মাগুরা: মাগুরা-যশোর সড়কের শেখপাড়া এলাকায় ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন।

শনিবার (১১ ফেব্রুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাজবাড়ি জেলার দৌলতদিয়া চেনাপোতা গ্রামের খাদিজা বেগম, ছুটু বিবি, মজিরন বেগম ও করম আলী।

এছাড়া আহত ছয়জনের বাড়িও একই এলাকায়।

মাগুরা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদুর রহমান বাংলানিউজকে জানান, সকালে তা‍রা মাইক্রোবাসে করে দৌলতদিয়ার চেনাপোতা গ্রাম থেকে ভারতের আজমির শরীফের উদ্দেশে যশোরের বেনাপোলে যাচ্ছিলেন। মাইক্রোবাসটি মাগুরা-যশোর সড়কের শেখপাড়া এলাকায় পৌঁছালে একটি ট্রাক মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের দুই নারী নিহত ও আটজন গুরুতর আহত হন।

পরে আহতদের আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মজিরন বেগম মারা যান। এর কিছুক্ষণ পর ঢাকা নেওয়ার পথে করম আলীর মৃত্যু হয়। নিহতদের মধ্যে খদিজা, ছটু বিবি ও মজিরন একই পরিবারের সদস্য বলেও জানান এসআই।

মাগুরা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বিটুল হাসান বাংলানিউজকে জানান, নিহত দু’জনের মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া আহত ছয়জন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

** মাগুরায় সড়ক দুর্ঘটনায় ২ নারী নিহত

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
এজি/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।