সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহিদুল ইসলাম চৌধুরীর উপস্থিতিতে যাচাই কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন-মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার ভবতোষ বর্মণ রানা, মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুর রহমান চৌধুরী, এনায়েত উদ্দিন, চিত্তরঞ্জন দেব, মমতাজ আলী ও মনাফ খান।
ভবতোষ বর্মণ রানা বাংলানিউজকে বলেন, মহানগর এলাকায় নতুন ৭৬ জনের মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্তির আবেদন যাচাই-বাচাই শুরু হয়েছে।
তিনি বলেন, ওই ফরম পূরণ করে আগামী সোমবার (১৩ ফেব্রুয়ারি) জমা দেওয়ার জন্য বলা হয়েছে। এছাড়া ১৫ জনকে নিজেদের সমর্থনে বক্তব্য দিতে বলা হয়।
বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
এনইউ/ওএইচ/টিআই