ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় যুব সম্মেলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
বরিশালে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় যুব সম্মেলন বরিশালে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় যুব সম্মেলন

বরিশাল: বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় দুই দিনব্যাপী যুব সম্মেলনের আয়োজন করা হয়েছে।

শনিবার (১১ ফেব্রুয়ারি) সকালে বরিশাল সদর আসনের সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ এ সম্মেলনের উদ্বোধন করেন।

সম্মেলনে দেশি ও আন্তর্জাতিক উন্নয়ন সংগঠনের প্রতিনিধি ও পাঁচ শতাধিক কিশোর-কিশোরী ও যুবরা অংশ নিচ্ছেন।

বরিশাল বিভাগীয় কমিনার মো. গাউসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুচ।

অনুষ্ঠানে অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুচ বলেন, উন্নত দেশগুলোর কারণে শুধু উপকূলীয় অঞ্চল নয়, পুরো বাংলাদেশ এখন ঝুঁকিতে। এর প্রতিকারের বিষয়টি আমাদের প্রধানমন্ত্রী একাধিকবার আন্তর্জাতিক ফোরামে তুলে ধরেছেন।

এসময় তিনি জলবাযু পরিবর্তন মোকাবেলায় যেসব অর্থ ব্যয় করা হয় এর সাঠিক ব্যবহারের ক্ষেত্রে সবাইকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান। এছাড়া
এ সম্মেলন জলবায়ুর প্রভাব মোকাবেলায় যথেষ্ট ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. নজরুল ইসলাম ও জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামান।

আয়োজক কমিটির সমন্বয়ক এএইচ তৌফিক বাংলানিউজকে জানান, ছয় জেলার পাঁচ শতাধিক কিশোর ও যুবদের জন্য ৬টি ভেন্যুতে ২৩টি তথ্যপত্র উপস্থাপিত হবে। এছাড়া জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলা করে কীভাবে দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখা যায় তা নিয়ে কর্ম পরিকল্পনা থাকবে।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
এমএস/এজি/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।