ছবি: বাংলানিউজ
ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের নীচতলায় চিকিৎসকদের জন্য নির্দিষ্ট লিফটে ওঠাকে কেন্দ্র করে লিফটম্যান রুহুল আমিনকে (২৭) মারধরের পাশাপাশি হাসপাতালে ভাঙচুর চালিয়েছে কিছু উশৃঙ্খল যুবক।
শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
আহত রুহুল আমিন বাংলানিউজকে বলেন, আনুমানিক ১০/১২ জনের এক দল যুবক চিকিৎসকদের জন্য নির্দিষ্ট লিফটে ওঠার চেষ্টা করে।
এ সময় তাদের ওই লিফটে উঠতে বারণ করি এবং পেছনেই থাকা সাধারণ মানুষের জন্য আরও পাঁচটি লিফট দেখিয়ে দিতেই তারা ক্ষিপ্ত হয়ে আমাকে কিল ঘুষি মারতে থাকে। আমার পকেটে বেতনের কিছু টাকা ছিল, সেগুলো নিয়ে যায়।
যাওয়ার সময় লিফটের সামনেই থাকা ১৫/২০টি ফুলের টব ভাঙচুর করে তারা।
ঢামেক উপ-পরিচালক খাজা আব্দুল গফুর বাংলানিউজকে জানান, কিছু উশৃঙ্খল যুবক লিফটম্যানকে মারধর করে হাসপাতালের কিছু সম্পদ ভাঙচুর করে। এ বিষয়ে আমাদের পক্ষ থেকে থানায় একটি জিডি করা হবে।
বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
এজেডএস/এসআরএস/আরআই
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।