ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

গাছের গুঁড়ির নিচে চাপা পড়ে যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
গাছের গুঁড়ির নিচে চাপা পড়ে যুবক নিহত

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় গাছের গুঁড়ি (লক) বহন করার সময় নিচে পড়ে আল আমিন হাওলাদার (২৭) নামে যুবক নিহত হয়েছেন।

শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ঘাঘরকান্দা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আল আমিন ওই উপজেলার কুরপাড়া গ্রামের আব্দুল আজিজ হাওলাদারের ছেলে।

কোটালীপাড়া থানার পরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, গাছ ব্যবসায়ী আব্দুল মান্নান শেখ ঘাঘরকান্দা গ্রামে একটি গাছ কেনেন। দুপুরে ওই গাছ কেটে গুঁড়ি সরানোর সময় আল আমিন নিচে চাপা পড়েন।

পরে আল আমিনকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।