শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ঘাঘরকান্দা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আল আমিন ওই উপজেলার কুরপাড়া গ্রামের আব্দুল আজিজ হাওলাদারের ছেলে।
কোটালীপাড়া থানার পরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, গাছ ব্যবসায়ী আব্দুল মান্নান শেখ ঘাঘরকান্দা গ্রামে একটি গাছ কেনেন। দুপুরে ওই গাছ কেটে গুঁড়ি সরানোর সময় আল আমিন নিচে চাপা পড়েন।
পরে আল আমিনকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
আরবি/